• facebook
  • twitter
Tuesday, 22 April, 2025

ইনডোর-বৈঠকে দলনেত্রীর সঙ্গে মঞ্চে থাকবেন অভিষেক

দু’জনের মধ্যে সেই আলোচনার পরে নেতাজি ইন্ডোরে আগামী বৃহস্পতিবার সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলেই দলীয় সূত্রের খবর।

ফাইল চিত্র

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে ফের মেগা বৈঠকের আয়োজন করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নেতাজি ইনডোরের এই বৈঠক নিয়ে দলের মধ্যে বেশ কৌতূহলের পারা চড়েছে। বৈঠকের প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে কি আদেও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। তবে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে খবর, বৃহস্পতিবার নেতাজি ইনডোরের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। সেই কারণেই দুটি ফুলের তোড়ার আয়োজন রাখতে বলা হয়েছে। ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে দুজনেই সাংগঠনিক সংস্কার এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলবেন এবং পরামর্শ দেবেন দলীয় নেতৃত্বদের। তাঁদের বক্তৃতার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠতে পারে, ভোটার তালিকায় ভুয়ো তথা ‘ভূতুড়ে’ ভোটার।

উল্লেখ্য, তৃণমূলের সাংগঠনিক জেলা নেতৃত্বের অদলবদলের প্রস্তাবিত খসড়া তালিকা গত বছর সেপ্টেম্বর মাসে দলনেত্রীর কাছে জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঠিক সময়ে এই সাংগঠনিক রদবদল ঘোষিত হবে বলেও একাধিকবার জানিয়ে ছিলেন সাংসদ অভিষেক। তবে সেই বহু প্রতিক্ষিত সাংগঠনিক রদবদল আর হয়নি। তা সে অঞ্চল, ব্লক, জেলা স্তরে হোক কিংবা মন্ত্রিসভায়। দলের ফ্রন্টাল অর্গানাইজেশন তথা ছাত্র, যুব, শ্রমিক সংগঠনের রদবদলের বিষয়টিও বকেয়া রয়েছে। রাজনৈতিক মহলের মতে, নেতাজি ইনডোরের মঞ্চ থেকেই এক প্রস্ত রদবদলের ঘোষণা হয়ে যেতে পারে। কারণ মঞ্চে তৃণমূল-সুপ্রিমোর পাশাপাশি থাকবেন অভিষেকও। যদিও দলের প্রৌঢ় নেতারা মনে করছেন, নেতাজি ইনডোরে প্রায় ১৪ হাজার কর্মী, নেতার সামনে হয়তো এমন কোনও ঘোষণা হবে না।

তৃণমূলের একাংশের দাবি, নেতাজি ইন্ডোরের বৈঠকের দিনক্ষণ নিয়ে দলনেত্রী মমতার সঙ্গে অভিষেকের কথা হয়েছে ইতিমধ্যেই। দু’জনের মধ্যে সেই আলোচনার পরে নেতাজি ইন্ডোরে আগামী বৃহস্পতিবার সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলেই দলীয় সূত্রের খবর। এই সম্মেলন আয়োজনের জন্য দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাসের মতো নেতাদের কাছেও প্রয়োজনীয় নির্দেশ গিয়েছে। এরপর সুব্রত বক্সী রবিবার দলের প্রথম সারির নেতা, সাংগঠনিক পদাধিকারী, শাখা সংগঠনের নেতৃত্বকে এই বিশেষ সম্মেলনের দিনক্ষণের কথা জানিয়ে দিয়েছেন।