আজ, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল৷ নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলে থাকবেন রাজ্যের তিন মন্ত্রীও৷ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।
তৃণমূল সূত্রের খবর অভিষেক ছাড়াও ওই প্রতিনিধি দলে আরও ৯ সাংসদ ও মন্ত্রী থাকছেন। তাঁরা হলেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মমতা ঠাকুর, সাকেত গোখলে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর একটি সাংবাদিক বৈঠকও করবেন তৃণমূলের প্রতিনিধিরা। নেতৃত্বে থাকবেন অভিষেক।
Advertisement
Advertisement
Advertisement



