• facebook
  • twitter
Saturday, 2 November, 2024

আপ কর্মী গুরপ্রীত সিংহকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

চণ্ডীগড়, ১ মার্চ –  পাঞ্জাবের তরণ তারণে আপ কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে গোয়িন্দওয়াল সাহিব রেল ক্রসিংকে আপ কর্মী গুরপ্রীত সিংহ গোপীকে লক্ষ্য করে গুলি চালান অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার গুরপ্রীত সিংহ ওরফে গোপী চোহলা নিজের গাড়িতে কপূরথালায় যাচ্ছিলেন আদালতে তাঁর একটি কাজ নিয়ে। সেখানে তাঁর গাড়ির পিছু নেন দুষ্কৃতীরা। সংবাদ

চণ্ডীগড়, ১ মার্চ –  পাঞ্জাবের তরণ তারণে আপ কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে গোয়িন্দওয়াল সাহিব রেল ক্রসিংকে আপ কর্মী গুরপ্রীত সিংহ গোপীকে লক্ষ্য করে গুলি চালান অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার গুরপ্রীত সিংহ ওরফে গোপী চোহলা নিজের গাড়িতে কপূরথালায় যাচ্ছিলেন আদালতে তাঁর একটি কাজ নিয়ে। সেখানে তাঁর গাড়ির পিছু নেন দুষ্কৃতীরা।

সংবাদ সংস্থা সূত্রে খবর,  ফতেহাবাদ এবং গোয়িন্দওয়াল সাহিবের মাঝে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিল গোপীর গাড়ি। তখনই পিছন থেকে এসে গোপীকে লক্ষ্য করে গুলি চালান দুষ্কৃতীরা। এরপর তাঁরা সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলেই গোপীর মৃত্যু হয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গোপীর গাড়ি ঘিরে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মীরা।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।