সদ্য দিল্লিতে ক্ষমতা হারিয়েছে আম আদমি পার্টি। খোদ পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল হেরে গিয়েছেন। এছাড়াও আপের একাধিক হেভিওয়েট নেতাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এরই মধ্যে সুখবর। বিজেপিশাসিত রাজ্যে অনুষ্ঠিত নগরপালিকা নির্বাচনে খাতা খুলেছে আপ। ছত্তিশগড়ে বিলাসপুরে একটি পৌরসভা আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। আপ প্রার্থী নীলম বিজয় ভার্মা বদ্রি পৌরসভার সভাপতি আসনে জয়ী হয়েছেন। কয়েকজন কাউন্সিলরও জয়ী হয়েছেন।
বিলাসপুরের সবচেয়ে বড় পৌরসভা আসন বদ্রি। এটি বিধানসভার স্পিকার ধর্মরাজ কৌশিকের এলাকা। এখানে আম আদমি পার্টির প্রার্থী বিজয় ভার্মা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। বিজয় ২৯০ ভোটে জয়ী হয়েছেন। বদ্রি পৌরসভায় তিনজন কাউন্সিলর জয়ী হয়েছেন। কুসমীতেও একটি ওয়ার্ডে আপ জিতেছে। আপ এর জয় খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জয়ের মাধ্যমেই দলটি আরও একটি রাজ্যে প্রবেশ করল।
এর আগে মধ্যপ্রদেশের নগর নির্বাচনেও সাফল্য পেয়েছিল আম আদমি পার্টি। সিংরাউলিতে মেয়র পদে জয়ী হয় আপ। সম্প্রতি ১০ বছর পর দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে আপ। যদিও পাঞ্জাবে সরকার চালাচ্ছে আপ। এর বাইরে গুজরাত, গোয়া এবং জম্মু ও কাশ্মীর বিধানসভায় দলীয় প্রতীকে বিধায়ক পাঠিয়েছে আম আদমি পার্টি। দিল্লিতে পরাজয়ের পর দলের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছিল। ঠিক সেই সময় ছত্তিশগড়ে খাতা খুলল আপ।
ছত্তিশগড়ের এই জয়ে দিল্লির আপ নেতা ও সমর্থকরা দারুণ উচ্ছ্বসিত। প্রাক্তন আপ বিধায়ক বিনয় মিশ্র টুইটারে লিখেছেন, ‘আপনি কতদূর পর্যন্ত আপকে থামাতে পারবেন? আজ ছত্তিশগড়ে পৌর নির্বাচনের ফলাফল চলছে, যেখানে আম আদমি পার্টির প্রার্থী নীলম বিজয় ভার্মা বিলাসপুরের বৃহত্তম পৌরসভার বদ্রি পৌরসভার সভাপতির আসনে জয়ী হয়েছেন। বিধানসভার স্পিকার ধর্মরাজ কৌশিকের আসনে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন তিনি।