রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা আবার বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের পক্ষ থেকে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই সংযুক্তিকরণের প্রক্রিয়া আগামী ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সম্পন্ন করা যাবে। গরিব ও সাধারণ মানুষের জন্য ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করছে মোদী সরকার। প্রকৃত উপভোক্তারা যাতে সেই সরকারি সুবিধে পান, সেই লক্ষ্যেই ২০১৭ সাল থেকে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে এই কাজ অসম্পূর্ণ রয়েছে।
চলতি বছরের মার্চ মাসের মধ্যে ১০০ শতাংশ রেশন কার্ড ও আধার সংযুক্তিকরণের সময়সীমা নেওয়া হয়েছিল। ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৮ বছর অতিক্রান্ত হতে চললেও কাজ শেষ না হওয়ায় প্রশাসনের কাজের গতি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। ফলে ফের বাড়ানো হয়েছে সময়সীমা। প্রতিটি রাজ্যকেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ৩০ জুনের মধ্যে এই সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। খাদ্য মন্ত্রকের তরফে পরিষ্কারভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে আধার-রেশন কার্ডের সংযুক্তিকরণ শেষ করতে হবে।
Advertisement
প্রসঙ্গত, বিনামূল্যে খাদ্য সামগ্রী বণ্টনের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরই সঠিক পথে গ্রাহকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের নির্দেশ জারি করে কেন্দ্র। তবে এদিনের জারি করা বিজ্ঞপ্তির সময়সীমার পরও রেশন কার্ড ও আধার সংযুক্ত করা না হলে তাঁদের আগামী দিনে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
Advertisement
Advertisement



