ভ্রমণবিলাসীদের জন্য রইল নতুন ডেস্টিনেশন, ঘুরে আসুন মিরিকের কাছেই নলদারা গ্রামে।

Written by SNS June 16, 2023 11:23 am

কলকাতা:- দার্জিলিং এ গিয়ে মিরিকে যাননি এমন ব্যক্তি হয়তো হাতে গোনা। মিরিকের পাহাড়ি সৌন্দর্যের জন্যই মিরিকে পর্যটকের ভিড় একটু বেশি হয়। যাঁরা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তাঁদের জন্য রইল এক নতুন ডেস্টিনেশনের সন্ধান নলদারা গ্রাম। একেবারে মিরিকের কাছেই এই গ্রাম। এনজেপি থেকে নলদারা গ্রাম যাওয়ার রাস্তাটা আরও সুন্দর। মুক্তি বস্তি পেরিয়ে গাড়ি ধাপে ধাপে পাহাড়ে ওঠে। মুক্তি বস্তি থেকে ৪ কিলোমিটার দূরে নলদারা গ্রাম। গ্রাম জুড়ে শুধুই চা-বাগান। তার মাঝেই ছোট ছোট বাড়ি। নলদারা গ্রামে চায়ের বাগান ছাড়াও রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট। তিস্তার পাড়ে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখা যায়। এমনকী নেপাল সীমান্তও এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। রাতের সৌন্দর্য দেখলে মনে হয় যেন দূরের পাহাড়ে যেন শত শত আলো জ্বলে উঠেছে। তিনদিক জুড়ে কেবল আলোর রোশনাই। অসাধারণ সেই দৃশ্য। এছাড়াও এখানে একেবারে অরগ্যানিক খাবার পাওয়া যায়। এখানকার হোমস্টে গুলিতে বিলাসিতার কিছু না থাকলেও গ্রামের সাদামাঠা পরিবেশ এখানে দেখা যায়। গ্রামের রাস্তা আর চা বাগানে ঘুরেই একটা দিন কেটে যাবে।