দেশে করোনা আক্রান্ত ৯৮৭

ছবিটা প্রতিদিনই বদলাচ্ছে । শনিবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭।

Written by SNS March 29, 2020 8:42 pm

প্রতিকি ছবি (File Photo: AFP)

ছবিটা প্রতিদিনই বদলাচ্ছে । শনিবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭। এদের মধ্যে শুধু শনিবারই সংক্রমিত হয়েছে ৮৪। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। এদিনই কেরালায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ বছরের এক প্রৌঢ় এবং ৭৬ বছরের এক বৃদ্ধা। এঁরা দুজনেই করোনায় আক্রান্ত হয়ে পিয়ারলেসে ভর্তি থাকা ওই বৃদ্ধের আত্মীয় বলে জানা গিয়েছে। এগরার সেই বিয়েবাড়িতে এঁরা দু’জনেই উপস্থিত ছিলেন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭।

এদিকে, তেলেঙ্গানায় করোনা আক্রান্ত হয়ে শনিবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ জন। এর ফলে তেলেঙ্গায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫।

অন্যদিকে, দেশের বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮০ যাদের মধ্যে তিনজন বিদেশি রয়েছেন। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ২৫ জন। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। দ্বিতীয় স্থানে অবশ্য রয়েছে কেরালা। এখানে আক্রান্তের সংখ্যা ১৭৩ জন। যাদের মধ্যে বিদেশি রয়েছে ৮ জন। এখনও পর্যন্ত ১১ জন রোগী চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিন অবশ্য একজনের মৃত্যু হয়েছে।

কর্নাটকে আক্রান্তের সংখ্যা ৫৫। দু’জনের মৃত্যু হয়েছে। বাড়ি ফিরে গিয়েছেন সুস্থ হয়ে তিনজন। তেলেঙ্গানায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এদের মধ্যে ১০ জন বিদেশি। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজস্থানে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এর মধ্যে দু’জন বিদেশি রয়েছে। তিনজন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৪৫। সুস্থ হয়ে ফিরেছেন ১১ জন। নতুন করে উত্তরপ্রদেশে আরও ৫ জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে তিনজন নয়ডার এবং দু’জন দাদরির বাসিন্দা। গুজরাতে এক বিদেশি সহ আক্রান্তের সংখ্যা ৪৫। মৃত্যু হয়েছে ৩ জনের। আরও একজনের মৃত্যুর খবর এসেছে আহমেদাবাদ থেকে। ৪৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি হাইপারটেনশন ও ডায়াবেটিক রোগী ছিলেন বলে জানা গিয়েছে।

নয়াদিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৯। এর মধ্যে একজন বিদেশি রয়েছেন। ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩৮। তাদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে আক্রান্ত ৩০ জন। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। হরিয়ানায় আক্রান্তের সংখ্যা ৩৩। এর মধ্যে বিদেশি রয়েছে ১৪ জন। জম্মু-কাশ্মীরে আক্রান্তের সংখ্যা ১৮। মৃত্যু হয়েছে ১ জনের সুস্থ হয়ে ফিরেছেন ১ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১৪। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিহারে আক্রান্তের সংখ্যা ৯। মৃত্যু হয়েছে ১ জনের।

হিমাচল প্রদেশে ৩ জন আক্রান্তের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। লাদাখে আক্রান্ত ১৩। যার মধ্যে সুস্থ হয়েছে ৩ জন। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে ২ জন, চণ্ডীগড়ে ৭, গোয়ায় ৩, মণিপুরে ১, মিজোরামে ১, ওড়িশায় ৩, পুদুচেরিতে ১, উত্তরাখণ্ডে ১ বিদেশি সহ ৪ জন আক্রান্ত। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের।

দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের।