দিল্লির করোলবাগ এলাকায় বুধবার সকালে হঠাৎই একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে। বাড়ি ধসে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটাই জানালেন দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও লোক আটকে থাকতে পারে। জোরকদমে উদ্ধার কাজ চলছে।
ডিসিপি সেন্ট্রাল এম হর্ষ বর্ধন বলেন, ‘সকাল ৯টার দিকে প্রসাদ নগর থানায় খবর আসে যে বাপা নগর এলাকায় একটি পুরোনো বাড়ি ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত আট জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারে। স্থানীয় পুলিশ, এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালাচ্ছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই উদ্ধার অভিযান শেষ হলেই আইনি পদক্ষেপ করা হবে।’
Advertisement
বিল্ডিং ভেঙে পড়ার বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা সিং বলেন, ‘করোলবাগ এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনাটি খুবই দুঃখজনক। আমি জেলাশাসককে নির্দেশ দিয়েছি ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করার জন্য। দুর্ঘটনার বিষয়ে আমি পৌর কর্পোরেশনের মেয়রের সঙ্গেও কথা বলেছি।’
Advertisement
Advertisement



