বন্ধ গাড়ির ভিতরে একই পরিবারের ৭ জনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হরিয়ানার পঞ্চকুলার ঘটনা। মৃতেরা সকলেই উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ওই পরিবারের সদস্যরা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। ওই গাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতেই উল্লেখ করা হয়েছে, ঋণের বোঝা বইতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
মৃতদের তালিকায় রয়েছেন প্রবীণ মিত্তল, তাঁর বাবা দেশরাজ মিত্তল, স্ত্রী, মা, দুই মেয়ে ও ছেলে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দেরাদুন থেকে পরিবারকে সঙ্গে নিয়ে পঞ্চকুলার বাগেশ্বর ধামে আয়োজিত হনুমান কথা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রবীণ মিত্তল। অনুষ্ঠান শেষ হওয়ার পর গাড়িতে দেরাদুন ফিরছিলেন তারা। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে বিষ মেশানো খাবার খান তাঁরা।
পুলিশ সূত্রে খবর, পঞ্চকুলার সেক্টর ২৭ এলাকার একটি বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড় করানো ছিল গাড়িটি। ওই গাড়ি ভিতর থেকে লাগানো ছিল। দীর্ঘক্ষণ থেকে একটি গাড়ির রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বলে খবর পাওয়া পরে পুলিশ সেখানে যায়। তার পরেই গাড়ির ভিতর থেকে দেহগুলি উদ্ধার করা হয়। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।
পঞ্চকুলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) হিমাদ্রী কৌশিক বলেন, ‘প্রাথমিক তদন্তে তাঁদের ধারণা ওই পরিবারের সদস্যরা বিষ পান করে আত্মহত্যা করেছেন। ওই গাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সুইসাইড নোটটি পরীক্ষা করে দেখার জন্য ফরেনসিক দলের সাহায্য নেওয়া হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।
পরিবারটি পঞ্চকুলায় একটি ভাড়া বাড়িতে থাকত। তদন্তকারীরা জানতে পেরেছেন, মিত্তলের পরিবারের পরিবহনের ব্যবসা ছিল। সম্প্রতি সেই ব্যবসায় মোটা টাকার ক্ষতি হয়। উপায় না দেখে বাজার থেকে ঋণ নেন পরিবারের সদস্যরা। সেই ঋণ কীভাবে পরিশোধ করা সম্ভব, তা বুঝতে পারছিলেন না পরিবারের সদস্যরা। তদন্তে নেমে গাড়ি থেকে শিশুদের স্কুল ব্যাগ, খাদ্যদ্রব্য, জামাকাপড় সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চকুলার ডিসিপি হিমান্দ্রি কৌশিক, ডিসিপি ক্রাইম অমিত দাহিয়া।
এর আগে ২০১৮ সালে ১ জুলাই দিল্লির বুরারির চুন্দাওয়াত পরিবারের ১১ জন সদস্যের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। তাঁরা প্রত্যেকেই আত্মহত্যা করেছিলেন বলেই মনে করা হয়।