৬ রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরাল নির্বাচন কমিশন

Written by SNS March 19, 2024 1:19 pm

দিল্লি, ১৮ মার্চ – বাংলা-সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বড় প্রশাসনিক বদল করল কমিশন৷ লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশ, বিহার সহ মোট ছয় রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷ রাজ্যগুলিতে স্বতন্ত্র, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করানোর লক্ষ্যে এই কড়া পদক্ষেপ বলে জানানো হয়েছে৷ যে ছয় রাজ্যের স্বরাষ্ট্রসচিবদের সরিয়ে দেওয়া হল সেগুলি হল, গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড৷ একই সঙ্গে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারকে৷ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতেই কঠোর পদক্ষেপ করল নির্বাচন কমিশন৷ এর পাশাপাশি মিজোরাম এবং হিমাচল প্রদেশের প্রশাসনিক সচিবকে অপসারণ করা হয়েছে৷ বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের কমিশনার ইকবাল সিং চাহাল এবং অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনারদেরও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷

নির্বাচন কমিশনের সূত্র উদ্ধৃত করে যে খবর প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে অপসারণের আদেশ জারি করা হয়েছে৷ গুজরাত এবং উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ডে ক্ষমতায় বিজেপি৷ বিহারে জেডিইউ-বিজেপি জোট৷ হিমাচলে কংগ্রেস এবং ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস জোট ক্ষমতায়৷ এ ছাড়াও, মিজোরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে৷ উত্তরপূর্বের মিজোরামে ক্ষমতায় রয়েছে একদা বিজেপির সহযোগী জেডপিএম৷

সংবাদ সংস্থা সূত্রে খবর অপসারণের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট এবং যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ রয়েছে৷ ঘটনাচক্রে মোদি উত্তরপ্রদেশের বারাণসীর সাংসদ৷ ঘটনাচক্রে যে ছ’টি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরানো হয়েছে, তা মধ্যে চারটিতে ক্ষমতায় বিজেপি এবং তার জোটসঙ্গীরা৷

ভোট ঘোষণার পরে সপ্তাহের শুরুতেই এবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদ থেকে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ আজ রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ সোমবার বিকেলেই এবিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে৷ রাজীব কুমারের জায়গায় নতুন ডিজি করা হয়েছে বিবেক সহায়কে৷
এরপর পাঁচের পৃষ্ঠায়