পঞ্চম শ্রেণি পাশ বিজেপি বিধায়ক কোভিড রােগীকে দিচ্ছেন রেমডেসিভির ইঞ্জেকশন 

কংগ্রেসের তরফে এই নিয়ে তীব্র কটাক্ষ এসেছে। পঞ্চম শ্রেণি অবধি পড়াশুনা করা এই বিধায়ক কীভাবে এই কাজ করলেন, তা নিয়ে রাজ্যজুড়ে চাপানউতর শুরু হয়েছে।

Written by SNS Ahmedabad | May 26, 2021 12:55 am

রেমডিসিভির (Photo: IANS)

কোভিড রােগীকে নিজে হাতে অক্সিজেন দেবেন, এমনটাই সাধ ছিল গুজরাতের এক বিজেপি বিধায়কের। সে কারণে রবিবার তিনি নিজেই গিয়েছিলেন সুরাটের এক কোভিড নিরাময় কেন্দ্রে। সেখানে এক কোভিড রােগীকে রেমডেসিভির ইঞ্জেকশন দেন এই বিধায়ক নিজের হাতে।

এরপরই এই নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। ইঞ্জেকশন দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সােশ্যাল মিডিয়ায়। গুজরাতের কামরেজ বিধানসভার বিজেপি বিধায়ক ভিডি জালাবৈদ্য সুরাটের কোভিড নিরাময় কেন্দ্রে গিয়ে ইঞ্জেকশন সিরিঞ্জে রেমডেসিভির ভরছেন। আর এই নিয়ে বিতর্ক ছড়াতে তিনি সাফাইয়ের সুরে বলেন, ‘আমি কেবলমাত্র সিরিঞ্জে ওষুধ ভরে বােতলে দিয়েছি।’ 

যদিও কংগ্রেসের তরফে এই নিয়ে তীব্র কটাক্ষ এসেছে। পঞ্চম শ্রেণি অবধি পড়াশুনা করা এই বিধায়ক কীভাবে এই কাজ করলেন, তা নিয়ে রাজ্যজুড়ে চাপানউতর শুরু হয়েছে। এই বিজেপি বিধায়ক এ প্রসঙ্গে বলেন, ‘আমার সঙ্গে ১৫ থেকে ২০ জন চিকিৎসক ছিলেন। গত ৪০ দিনে আমরা ২০০’র বেশি রােগীকে সুস্থ করে তুলেছি। কংগ্রেসের কাজ হল সমালােচনা করা।’