বারাণসীতে মোদির বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা ৫০ জন চাষীকে

বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মােদির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অনেক গরিব কৃষক। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। বারাণসীতে তাদের মধ্যে ৫০ জন কৃষক মনােনয়ন জমা দিতে গেলে তাদের বাধা দেয়া হয় বলে অভিযােগ। শুধু তাই নয়, তাদের রীতিমতাে হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযােগ উঠেছে।

Written by SNS Varanasi | April 29, 2019 12:36 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মােদির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অনেক গরিব কৃষক। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। বারাণসীতে তাদের মধ্যে ৫০ জন কৃষক মনােনয়ন জমা দিতে গেলে তাদের বাধা দেয়া হয় বলে অভিযােগ। শুধু তাই নয়, তাদের রীতিমতাে হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযােগ উঠেছে।

অভিযােগের তির উত্তরপ্রদেশের গেয়েন্দা অফিসারদের দিকে। যদিও এই সব কিছুই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যােগি আদিত্যনাথের নির্দেশেই হচ্ছে বলে অভিযােগ তুলেছেন তেলেঙ্গানা স্টেট টারমরিক ফারমারস অ্যাসােসিয়েশনের সভাপতি কোটাপাটি নরসিমা নায়ডু।

তাঁর অভিযােগ, তেলেঙ্গানার বিভিন্ন প্রান্তের ৫০ জন কৃষক শনিবার মনােনয়ন জমা দিতে বারাণসী পৌছন। বারাণসীর স্থানীয় প্রার্থীপদের প্রস্তাবক হওয়ার কথা বলেন। বারণসী লােকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছ থেকে মনােনয়নপত্র সংগ্রহও করে ফেলেন।

অভিযােগ, এর পরেই সেই মনােনয়নপত্র জমা দিতে তাঁদের বাধা দেন উত্তরপ্রদেশের গােয়েন্দা দপ্তরের অফিসাররা। নরেন্দ্র মােদির বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য হুমকি দেয়া হয় তাদের।

অভিযােগ এখানেই শেষ নয়। তেলেঙ্গানা স্টেট টারমরিক ফারমারস অ্যাসােসিয়েশনের তরফে দাবি করা হয়েছে, তেলেঙ্গানার ঐ কৃষকদের পাশে দাঁড়াতে তামিলনাড়ুর কিছু হলুদ চাষী বারণসী আসতে চাইলে তামিলনাড়ুর পুলিশ তাদের ২৪ ঘন্টা আটক করে রাখে বলে অভিযােগ!

তবে এত প্রতিকূলতার মধেও তারা মাথা নত করবেন না বলেই জানিয়েছেন। তারা জানিয়েছেন, আমরা কারও বিরােধিতা করতে চাই না। আমরা শুধু আমাদের সমস্যা তুলে ধরতে চাই।