• facebook
  • twitter
Tuesday, 13 May, 2025

উত্তরপ্রদেশের বাহরাইচে রাইস মিলে আগুন লেগে ৫ শ্রমিকের মৃত্যু

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের বাহরাইচের এক রাইস মিলে অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৫ শ্রমিকের।ঘটনাটি ঘটেছে বাহরাইচের দরগা থানা এলাকার রাজগরিয়া রাইস মিলে। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সুত্রে খবর, বাহরাইচ রাইস মিলের একটি অংশে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময় কোনওভাবে আগুন ছিটকে এসে দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ধান শুকনো করার ড্রায়ার ফেটে গিয়ে বড়সড় বিস্ফোরণ ঘটে যায়। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকল আধিকারিক ভিশান গোন্ডা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় মিলের ড্রায়ার থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।’ প্রাথমিক তদন্তে ওই আধিকারিকের দাবি, ‘মিলের মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখে পরিস্থিতি খতিয়ে দেখতে ভিতরে যান শ্রমিকরা। সেখানেই অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কবলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ৫ জনের। আহত তিনজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।’
 
খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক মনিকা রানি, এসপি রামনয়ন সিং, এএসপি নগর রামানন্দ কুশওয়াহা-সহ অন্যান্য আধিকারিকরা। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন মুখ্যমন্ত্রী।