গুজরাটের বাহরুচ জেলার দাহেজে রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে মারা গেলেন অন্তত ৪ জন। কীভাবে এই গ্যাস লিক হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। বছর তিনেক আগে একই ঘটনা ঘটেছিলো গুজরাটের সুরাটে। সেখানে রাসায়নিক গ্যাস লিক করে মারা গেছিলো ৬ জন। এই ঘটনাগুলি মনে করাচ্ছে ১৯৮৪ সালে ঘটে যাওয়া ভোপালের কার্বাইট গ্যাস দুর্ঘটনার স্মৃতিকে।
কেন এই ভাবে গ্যাস লিক করছে তার সদুত্তর দিতে পারেনি কেউই। পুলিশ সূত্রে খবর,গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানায় শনিবার রাত ১০টা নাগাদ আচমকাই কারখানার একতলার একটি পাইপ থেকে গ্যাস লিক করতে শুরু করে। সেই সময়ে কারখানায় কাজ করছিলেন ৪ জন কর্মী।
বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন ও জ্ঞান হারান। রাতেই শুরু হয় উদ্ধারকাজ। ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোররাতে তাঁদের মৃত্যু হয়। দাহেজ থানার ইনস্পেক্টর বি এম পাতিদার জানান, আপাতত চারজনের ময়নাতদন্ত হয়েছে। গ্যাস লিকের কারণ খুঁজতে চালানো হচ্ছে তদন্ত।
এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, গত কয়েক বছরে একের পর এক গ্যাস লিকের ঘটনা ঘটছে ভারতের বিভিন্ন রাজ্যে। গতমাসে অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ তৈরির কারখানায় গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েন অন্তত ২০জন কর্মচারী। তারপর গুজরাতেও কিছু সময়ের ব্যবধানে ঘটলো দুটি দুর্ঘটনা। এই ঘটনাগুলি কারখানা গুলির সুরক্ষাবিধি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।