হরিয়ানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আম্বালার একটি পার্কিং লটে ভস্মীভূত হয়ে গেল চারটি গাড়ি ও ১টি অটো। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আনা হয় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই নিয়ে এদিন আম্বালা শহরে পাঁচ-ছয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দমকল আধিকারিক তারসেম রানা জানিয়েছেন,’আম্বালা শহরের রামবাগ এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি গাড়ি ও ১টি অটোরিক্সা ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা আগুন নেভানোর জন্য দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠায়।’
Advertisement
ওই আধিকারিক আরও বলেন,’আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে বৃহস্পতিবার এই নিয়ে ৫-৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Advertisement
Advertisement



