নিষিদ্ধ তামাকজাত দ্রব্য সহ পাঁচজনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। নভি মুম্বইয়ের মহাপে এমআইডিসি এলাকায় তিনটি গাড়ি আটক করে ৩৫.৫৩ লাখ টাকার নিষিদ্ধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।
মহারাষ্ট্র ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিক বলেন, গােপন সুত্রে খবর পেয়ে ভোররাতে স্থানীয় একটি হােটেলের সামনে তিনটি গাড়ি আটকানাে হয়। গাড়ি থেকে নিষিদ্ধ তামাকজাত দ্রব্য ( সুগন্ধী তামাক , পান মশালা ) উদ্ধার করা হয়।
Advertisement
তিনি বলেন, ‘ জিতেন্দ্র দাস, অক্ষয় খান্ডা, প্রিয়বৎ দাস, মুন্না শ্রী, জনার্ধন যাদবকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দন্ডবিধি ও এফডিএ’র ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করছে’।
Advertisement
Advertisement



