• facebook
  • twitter
Sunday, 28 December, 2025

বানভাসি অসম-মেঘালয়ে মৃত ৩১

লাগাতার বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত অসম, মেঘালয় এবং ত্রিপুরা। অসম এবং মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা এখন বানভাসি। অসমের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।

Cropped image of a woman lying on the floor

লাগাতার বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত অসম, মেঘালয় এবং ত্রিপুরা। অসম এবং মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা এখন বানভাসি। অসমের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।

এখনও পর্যন্ত অসমে বন্যায় ৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জন।

Advertisement

এদিকে গত দু’দিনে অসমে ১২ জন এবং মেঘালয়ে ১৯ জন মারা গিয়েছেন। অসমের ২৮ জেলা বন্যার কবলে। সেখানে প্রায় ১৯ লক্ষ মানুষ বানভাসি।

Advertisement

ব্রহ্মপুত্র সহ একাধিক নদনদীতে বাড়ছে জলস্তর। ধস নেমে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

এদিকে গত দু’দিনে অসম এবং মেঘালয়ে বন্যায় এবং ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে ৩১ জনের।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নার্ড সাংমা মৃতের পরিবারকে চার লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন।

অন্যদিকে আগরতলায় বৃষ্টির পরিমাণ গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বৃষ্টির জেরে ত্রিপুরার রাজধানী কার্যত বিপর্যস্ত।

সাধারণ মানুষ যাতে ঘরের বাইরে না বেরোন, তার জন্য আগরতলা পুর প্রশাসনের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে। একমাত্র জরুরি কাজ থাকলে বাড়ির বাইরে পা রাখার ত্রিপুরায় বৃষ্টিতে কেউ মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় পশ্চিম ত্রিপুরা জেলায় বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। আগরতলায় একদিনে বৃষ্টি হয়েছে ১৪৫ মিলিমিটার।

বৃষ্টির কারণে ত্রিপুরায় উপনির্বাচনের প্রচার ব্যাহত হচ্ছে। ত্রিপুরায় প্রায় দু’হাজার মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

আগরতলা শহরের জমা জল বার করতে চালানো হচ্ছে ১৬ টি পাম্প। ওই এলাকা ঘুরে দেখেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

Advertisement