৯৭ দিনের মাথায় সাফল্য এসেছে ভারতের। পহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৩ জঙ্গিকে ভারতীয় সেনারা খতম করেছে বলে সংসদে দাবি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, ওই তিন জঙ্গি গত ২২ এপ্রিল পহেলগামে নিরীহ ভারতীয়দের হত্যা করেছিল। ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে ভারতীয় সেনা তার বদলা নিয়েছে। অমিত শাহ জানিয়েছেন, ওই তিনজন জঙ্গির নাম সুলেমান শাহ, আফগান এবং জিবরান। শাহের মতে, সুলেমান লশকর-এ-তৈবার সদস্য। বাকি দু’জন প্রথম সারির জঙ্গি।
বিভিন্ন সূত্রে খবর, নিহত সুলেমানের অপর নাম হাসিম মুসা। মুসা আগে পাক সেনার সঙ্গে যুক্ত ছিল বলে খবর। পহেলগামের হত্যাকাণ্ডের পেছনে সুলেমানের বড় ভূমিকা ছিল বলে জানতে পেরেছে ভারতীয় সেনা। কেউ সুলেমানের তথ্য জানাতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল ভারতীয় সেনার তরফে। তবে শাহের দাবি, ‘অপারেশন মহাদেব’-এ নিহত তিন জঙ্গির মধ্যে একজন সুলেমান।
সোমবার শ্রীনগরের কাছে মহাদেব পর্বতের পাদদেশে দাচিগামে ‘অপারেশন মহাদেব’ অভিযান চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনাদের কাছে খবর ছিল, এখানেই গা ঢাকা দিয়েছে পহেলগামে হামলা চালানো জঙ্গিরা। ভারতীয় সেনার অভিযানে মৃত্যু হয় তিন জঙ্গির। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গিদের মাথাকে নিকেশ করে দিয়েছেন। এখন ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে আমাদের সেনা ও সিআরপিএফ জঙ্গিদেরও শেষ করে দিয়েছে।’’
অন্যদিকে, অমিত শাহের বক্তব্যের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। একই সঙ্গে তিনি ‘অপারেশন মহাদেব’-এর সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘অপারেশন মহাদেব’-এর পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে দাবি করেছেন অখিলেশ যাদব। কনৌজের সাংসদ অখিলেশ বলেন, ‘বেছে বেছে লোকসভার অধিবেশনের দিনেই তিন জঙ্গিকে কেন হত্যা করা হল?’ তিনি বলেন, ‘যদি প্রযুক্তি নিয়ে আপনি এতটাই পারদর্শী হন, তাহলে আপনি পুলওয়ামা হামলার সময় আরডিএক্স বহনকারী গাড়িটি কেন চিহ্নিত করতে পারেননি?’ সমাজবাদী নেতা পহেলগাম হামলার সময় গোয়েন্দাদের ত্রুটির বিষয়টি তুলে ধরে আক্রমণাত্মক মনোভাব গ্রহণ করেছেন। তিনি তাঁর নিজস্ব ভঙ্গিতে বলেন, ‘হামলার পর ‘অপারেশন সিঁদুর’ শুরু করা সরকারের গোয়েন্দাদের ব্যর্থতার প্রতীক ছিল।’ তিনি প্রশ্ন তোলেন, ‘যখন আমাদের সেনাবাহিনী পাকিস্তানকে শিক্ষা দিতে পারত, তখন যুদ্ধবিরতির ঘোষণা কেন করা হয়েছিল। শেষ পর্যন্ত এর পেছনে কী কারণ ছিল?’ যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্পের মধ্যস্থতা নিয়েও মোদীকে বিদ্ধ করেছেন তিনি।



