• facebook
  • twitter
Wednesday, 7 May, 2025

অরুণাচলে সেনার গুলিতে খতম তিন জঙ্গি

জম্মু-কাশ্মীরের উত্তেজনার অরুণাচল প্রদেশে বড় সাফল্য পেল সেনা। রবিবার ভারতীয় সেনা বাহিনী ও অসম রাইফেলসের যৌথ অভিযানে নিহত তিন নাগা জঙ্গি।

জম্মু-কাশ্মীরের উত্তেজনার মধ্যে অরুণাচল প্রদেশে বড় সাফল্য পেল সেনা। রবিবার ভারতীয় সেনা বাহিনী ও অসম রাইফেলসের যৌথ অভিযানে নিহত হলেন তিন নাগা জঙ্গি। সেনা সূত্রে খবর, মৃত তিনজন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএনএন (কেওয়াইএ) জঙ্গি গোষ্ঠীর সদস্য। অরুণাচল প্রদেশের লংডিং জেলার প্যাংচাও-তে এই অভিযান চলে। মৃত জঙ্গিদের কাছ থেকে চারটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়েছে।

গত ২৫ এপ্রিল দু’জন নির্মাণ শ্রমিককে অপহরণ করে উত্তর-পূর্বের এই জঙ্গিগোষ্ঠী। এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে সেনা বাহিনী। রবিবার সকালে তল্লাশি অভিযান চলাকালীন অসম রাইফেলস এবং ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর তিন জঙ্গির মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও ২ জঙ্গি। তাঁদের অবশ্য সন্ধান পাওয়া যায়নি। অপহৃত দুইজন শ্রমিকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।