পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তিনজনের, যাঁদের মধ্যে দুই ভাইও রয়েছেন। জখম হয়েছেন একজন। মঙ্গলবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির জমিতে থাকা একটি বস্তিতে বসবাস করতেন ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের চার ঠিকা শ্রমিক। বস্তির একটি ঘর থেকে জাগগি (৩০), তাঁর দাদা শ্যাম সিং (৪০) এবং কান্ত প্রসাদের (৩৭) দেহ উদ্ধার হয়েছে। নীতিন সিং নামে একজন জখম হয়েছেন। তাঁর পায়ের কিছু অংশ পুড়ে গিয়েছে।
নীতিন পুলিশকে জানান, রাত ২টো নাগাদ আগুনের কথা বলে তাঁকে ডাকেন শ্যাম সিং। তাঁরা ঘরের লক খোলার চেষ্টা করলেও সফল হননি। নীতিন কোনওভাবে ঘর থেকে বেড়িয়ে প্রাণ বাঁচান। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, রাত ২টো ৪২ মিনিট নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবর পান। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
মৃত তিনজন উত্তর প্রদেশের বান্দা এবং আওড়িয়া জেলার বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন লাগে। ওই ঘরে কুলারের স্ট্যান্ডের উপর কেরোসিন সহ ল্যাম্প রাখা ছিল। এর পাশাপাশি ঘরের অস্থায়ী দরজাও বন্ধ করা ছিল।