ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তিন শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয় চত্বরেই তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার ঘটনা। ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। জেলা শিশু সুরক্ষা দফতরেও একটি অভিযোগ জানান ছাত্রীর মা। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তদের। হাসপাতালে ভর্তি রয়েছে নির্যাতিতা।
নির্যাতিতার মা জানিয়েছেন, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকেই তাঁর কন্যা একেবারে চুপ হয়ে গিয়েছিল। তারপর থেকে সে স্কুলে যাওয়া বন্ধ দেয়। তার আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ছিল। ওই ছাত্রী কেন আসছে না তার কারণ খোঁজার চেষ্টা করেন স্কুলের প্রধানশিক্ষক। ছাত্রীর বাড়িতেও খবর পাঠানো হয়। এরপর গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।
নাবালিকার মা জানান, স্কুলেরই তিন শিক্ষক তাঁর মেয়েকে ধর্ষণ করেছে। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বাড়িতে বিষয়টা জানাজানি হয়। তবে ভয়ে তিনি পুলিশে অভিযোগ জানাননি। এরপর স্কুলের প্রিন্সিপালের পরামর্শে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। এরপরই থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা। পকসো ধারায় মামলা রুজু করা হয়। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগেই এই নির্মম ঘটনা ঘটেছিল। গত কয়েক সপ্তাহে নাবালিকার শরীর আরও খারাপ হয়। শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক অবসাদে ভুগছিল সে। সম্ভবত সেই কারণেই স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয় সে। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে গিয়ে অভিভাবকেরা বিক্ষোভ দেখান বুধবার। অভিযুক্ত শিক্ষকদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। স্কুলের তরফেও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে খবর।