জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিআরপিএফের তিন জওয়ান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কান্দওয়ারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সিআরপিএফের একটি বাঙ্কার বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন জওয়ান। ঘটনাটি নিয়ে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে গোটা নিরাপত্তা মহলে।
সূত্রের খবর, ১৮৭ নম্বর ব্যাটালিয়নের ওই বাসে মোট ২৩ জন জওয়ান ছিলেন। বসন্তগড়ে একটি সফল অভিযান শেষে তাঁরা বেসে ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত জওয়ানদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয়, আরও দু’জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।
Advertisement
দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এক্স-এ তিনি লেখেন, ‘কান্দওয়া-বসন্তগড় এলাকায় সিআরপিএফের বাস দুর্ঘটনার খবরে গভীর দুঃখ পেয়েছি। বাসটিতে ছিলেন বহু সাহসী জওয়ান। ইতিমধ্যেই আমি ডেপুটি কমিশনার সালোনি রাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছেন।’
Advertisement
ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাও। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃত জওয়ানদের পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাস্তা পিছল থাকার কারণেই বাসটি খাদে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
Advertisement



