• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বেগার খাটলেও মেলেনি বেতন, অভুক্ত ২৭ শ্রমিকের ক্যামেরুন থেকে দেশের ফেরার কাতর আর্জি

এওনডে, ১৭ জুলাই– সুদূর পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে গত চার মাস ধরে বিনা বেতনে কাজ করছেন ২৭ ভারতীয় শ্রমিক৷ বেতন তো দূর, বর্তমানে অভুক্ত অবস্থায় দিন কাটছে তাদের৷ মূলত এরা সকলেই ঝাড়খন্ডের বাসিন্দা৷ কিন্তু দেশের ফেরার মতো অর্থও তাদের হাতে নেই৷ এমতঅবস্থায় তারা এবার কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের দেশে ফেরানোর জন্য কাতর আবেদন করলেন৷ সোশ্যাল মিডিয়ায়

এওনডে, ১৭ জুলাই– সুদূর পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে গত চার মাস ধরে বিনা বেতনে কাজ করছেন ২৭ ভারতীয় শ্রমিক৷ বেতন তো দূর, বর্তমানে অভুক্ত অবস্থায় দিন কাটছে তাদের৷ মূলত এরা সকলেই ঝাড়খন্ডের বাসিন্দা৷ কিন্তু দেশের ফেরার মতো অর্থও তাদের হাতে নেই৷ এমতঅবস্থায় তারা এবার কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের দেশে ফেরানোর জন্য কাতর আবেদন করলেন৷ সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এই আর্জি জানান তাঁরা৷

ওই শ্রমিকরা ঝাড়খণ্ডের বোকারো, গিরিডি এবং হাজারিবাগের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ তাঁরা অভিযোগ করেন, একটি বেসরকারি সংস্থার মধ্যস্থতায় গত ৩১ মার্চ ক্যামারুনে গিয়েছিলেন৷ চুক্তি অনুয়ায়ী কাজ করলেও গত চার মাস মজুরি বা বেতন দেওয়া হয়নি তাঁদের৷ সঙ্গে থাকা সামান্য পয়সা ইতিমধ্যে শেষ হয়েছে৷ এই অবস্থায় খাবার, জল, এমনকী ফোনে চার্জ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি নেই তাঁদের৷

Advertisement

২৭ জন শ্রমিকের ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ নজরে আসে ঝাড়খণ্ডের নারী ও শিশু সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেবি দেবীর৷ বিদেশ মন্ত্রকের কাছে শ্রমিকদের দেশে ফেরানোর আবেদন জানিয়ে একটি টু্যইট করেন তিনি৷ ওই পোস্ট ট্যাগ করেন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে৷ সমাজকর্মী সিকান্দর আলিও একই বিষয়ে টু্যইট করে ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় সরকারের কাছে শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানান৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের প্রতিক্রিয়া মেলেনি৷

Advertisement

Advertisement