ভিসা, পাসপোর্ট জালিয়াতির মামলায় দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার ২০৩। দেশের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে থাকা দিল্লি পুলিশ ইউনিট ২০২৪ সালে ভিসা এবং পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত ওই ২০৩ জনকে গ্রেপ্তার করেছে। এক পুলিশ আধিকারিক বলেন, গত বছর এই ধরনের মামলায় ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়। এবারের সংখ্যা ১০৭ শতাংশ বেশি।
আইজিআই বিমানবন্দরের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) উষা রঙ্গনানি বলেন, অবৈধ অভিবাসন চক্রকে ধ্বংস করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধৃত ২০৩ জনের মধ্যে ১৪২ জন এজেন্টকে নতুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আগের মামলার সূত্রে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
উষা রঙ্গনানি বলেন, চলতি বছর মূলত দুটি জায়গা যেখানে জাল ভিসা তৈরি করা হয়েছিল। তাও ভেঙে দেওয়া হয়েছে, একটি দিল্লির তিলক নগরে এবং অন্যটি গুজরাটের সুরাতে। একজন গ্রাফিক ডিজাইনার দিল্লিতে একটি জাল ভিসা তৈরির কারবার চালাচ্ছিলেন। তিনি কানাডা এবং আমেরিকার মতো দেশের জন্য জাল ভিসা তৈরি করতেন।
Advertisement
Advertisement



