• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ নয়ডা থেকে গ্রেপ্তার যুবক

বলিউড অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ নয়ডা থেকে গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের বয়স ২০।

বলিউড অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ নয়ডা থেকে গ্রেপ্তার এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের বয়স ২০। ওই যুবক প্রয়াত এনসিপি (অজিত পাওয়ার) নেতা, বাবা সিদ্দিকীর ছেলে জিশানকেও হুমকি দেয় বলে অভিযোগ। ১২ অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান বাবা। জিশান মহারাষ্ট্রের বান্দ্রা কেন্দ্রের বিধায়ক। ইতিমধ্যেই মহম্মদ তায়াব নামে ওই যুবককে হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার জিশান সিদ্দিকীর বান্দ্রা অফিসে হুমকি চিঠি পাঠানো হয়। তাতে লেখা ছিল – মোটা অঙ্কের টাকা না দিলে সলমন খান এবং বিধায়ক জিশান সিদ্দিকীকে হত্যা করা হবে। জিশানের অফিসের এক কর্মী পুলিশের অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। এরপর পুলিশি তদন্তে উঠে আসে এই হুমকির পিছনে রয়েছে মহম্মদ তায়াব। তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটস অ্যাপ হেল্পলাইনে হুমকি মেসেজ পাঠানোর অভিযোগ জামশেদপুর থেকে এক সবজিওয়ালাকে গ্রেপ্তার করা হয়। ২৪ বছর বয়সী ওই যুবকের নাম শেখ হুসেন শেখ মউসিন। হুমকি মেসেজে ৫ কোটি টাকা চেয়েছিল অভিযুক্ত যুবক। পুলিশ নম্বরটি ট্র্যাক করে জানতে পারে তা ঝাড়খণ্ডের ৷ এরপর ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে মহারাষ্ট্র পুলিশ।

এর আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর গ্যাং সলমন খানকে খুনের হুমকি দিয়েছিল। অভিনেতার বান্দ্রা বাড়ির সামনে এপ্রিল মাসে গুলি চালান এক সন্দেহভাজন। এরপর থেকে বলিউড সুপারস্টারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।