• facebook
  • twitter
Friday, 13 June, 2025

হায়দরাবাদের চারমিনারের কাছে অগ্নিকাণ্ড, মৃত ১৭

হায়দরাবাদের চারমিনারের সামনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৭ জনের। আহত বেশ কয়েকজন। রবিবার সকালে আগুন লাগে তিনতলা বিল্ডিংয়ের নীচের তলায়।

হায়দরাবাদের চারমিনারের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৭ জনের। এর মধ্যে ৮ জন শিশুও রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার সকালে আগুন লাগে ওই তিনতলা বিল্ডিংয়ের নীচের তলায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন ক্রমেই বিধ্বংসী রূপ নেওয়ায় ঘটনাস্থলে যায় আরও কয়েকটি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

হায়দরাবাদের চারমিনার লাগোয়া গুলজার হাউসের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লাগে। তিনতলা বিল্ডিংয়ের নীচের তলে মুক্তো ও গহনার দোকান ছিল। উপরের তলে বেশ কয়েকটি পরিবারের বসবাস। রবিবার ভোরে ওই দোকানগুলিতেই আগুন লাগে। দ্রুত তা উপরের তলেও ছড়িয়ে যায়। বাসিন্দারা নীচে নামার সুযোগ পাননি। আগুন থেকে বাঁচতে তাঁরা ছাদে চলে যান। দমকল কর্মীরা এখনও পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করতে পেরেছেন।

ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের আগুন নেভাতে ও উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। ওই বিল্ডিংয়ের কাছেই পৌঁছতে পারছিল না দমকলের ইঞ্জিনগুলি। পাশের একটি বিল্ডিং বেয়ে উঠে উদ্ধারকাজ চালান দমকলকর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডিও গিয়েছিলেন ঘটনাস্থলে। পরিস্থিতির মোকাবিলায় দমকলের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘এই ঘটনার জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু, হায়দরাবাদ যেহেতু দ্রুত উন্নতি করা একটা শহর, তাই এখানে পুলিশ, পুরসভা, দমকল ও বিদ্যুৎ দপ্তরকে আরও তৎপর হওয়া উচিত।’

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ৯ জন আগুনে পুড়ে মারা গিয়েছেন। বাকিরা অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ হয়ে মারা গিয়েছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আধিকারিকদের ত্রাণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্য সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।’

হায়দরাবাদের চারমিনারের কাছে বহুতলে আগুন লেগে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। তিনি। ঘটনায় আহতদেরও ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

তেলঙ্গানা সরকারের মন্ত্রী পুনম প্রভাকর ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়েই দমকল ঘটনাস্থলে এসেছে। বহুতলে আটকে থাকা সকলকে বাঁচানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। বহুতলের মধ্যে থাকা অধিকাংশ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে সব রকম সাহায্য করবে সরকার।’