অন্ধ্রপ্রদেশে ভােররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা’য় ১৪ তীর্থযাত্রীর মৃত্যু হল। আশঙ্কাজনক অবস্থা আরও অন্তত ৪ জনের।
রবিবার ভােরে অন্ধ্রপ্রদেশের কারনুল জেলার মাদারপুর গ্রামের ভেদুর্থি মণ্ডলের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে একটি ম্যাটাডাের ও ট্রাকের মুখােমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিতােরের মদনাপল থেকে একদল তীর্থযাত্রী রাজস্থানের আজমেড়ের দিকে যাচ্ছিলেন।
Advertisement
রবিবার ভাের তিনটে-সাড়ে তিনটে নাগাদ তীর্থযাত্রীদের মিনি ভ্যানটির সঙ্গে উলটো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকের মুখােমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলেই ৮ মহিলা, ৫ পুরুষ ও এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাকি ২৪ স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
জানা গিয়েছে, মিনি ভ্যানটিতে ১৮ জন ছিলেন। ছিন্নভিন্ন অবস্থায় ঘটনাস্থল থেকে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
Advertisement



