• facebook
  • twitter
Friday, 13 December, 2024

রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু  

দেওয়ালির ঠিক আগেই দুঘটনার শিকার। রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জনের। রাজস্থানের সিকরে একটি কালভার্টে প্রবল জোরে ধাক্কা খেয়ে বাস উল্টে গিয়ে মৃত্যু হয় ১২ জনের। মঙ্গলবার দুপুরের পর এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন  কমপক্ষে ৩০ জন। ৭ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

প্রতীকী চিত্র

দেওয়ালির ঠিক আগেই দুঘটনার শিকার। রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জনের। রাজস্থানের সিকরে একটি কালভার্টে প্রবল জোরে ধাক্কা খেয়ে বাস উল্টে গিয়ে মৃত্যু হয় ১২ জনের। মঙ্গলবার দুপুরের পর এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন  কমপক্ষে ৩০ জন। ৭ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসটি সালাসার থেকে আসছিল। পথে সিকর জেলার লক্ষ্মণগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল জোরে ধাক্কা খায় বাসটি। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সরকারি হাসপাতালের সুপার মহেন্দ্র খিচাড় জানান, দুর্ঘটনায় ১২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। 

দু্র্ঘটনার পরই ঘটনাস্থলে ছুতে যান স্থানীয় মানুষ। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করার কাজে হাত লাগান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর একে একে বাস থেকে আহতদের উদ্ধার করে লক্ষ্মণগড় হাসপাতালে ভর্তি করানো হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।