উদ্ধার ১০০০ কোটি টাকা 

ভােট আসন্ন তামিলনাড়ুতে আয়কর ফাঁকি দেওয়ার অভিযােগে দু’জন ব্যবসায়ীর অফিসে ও বাড়িতে হামলা চালাল আয়কর দফতর।

Written by SNS New Delhi | March 8, 2021 6:32 pm

প্রতীকী ছবি (Photo: IANS)

ভােট আসন্ন তামিলনাড়ুতে আয়কর ফাঁকি দেওয়ার অভিযােগে দু’জন ব্যবসায়ীর অফিসে ও বাড়িতে হামলা চালাল আয়কর দফতর । 

চেন্নাই, মুম্বই, কোয়েম্বাটুর, মাদুরাই, তিরুচিরাপল্লী, ত্রিশুর, নেল্লোর, জয়পুর ও ইন্দোর সহ দেশের ২৭ টি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। 

দক্ষিণ ভারতের বৃহত্তম স্বর্ণ ব্যবসায়ীর দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০০ কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বুলিয়ান ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা চালান হয়। আয়কর দফতরের তরফে ওই দু’জনের নাম প্রকাশ্যে আনা হয়নি। 

আয়কর দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানাে হয়েছে, ‘বুলিয়াম ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া তথ্য থেকে একাধিক বেআইনি আয়ের সন্ধান পাওয়া গেছে।’