• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

মণিপুরে সেনাবাহিনীর গুলিতে খতম ১০ জঙ্গি, প্রচুর অস্ত্র উদ্ধার

ভারত-পাক উত্তেজনার মধ্যেই বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। উত্তর-পূর্বের রাজ্যে মণিপুরে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হল ১০ জঙ্গির।

ভারত-পাক উত্তেজনার মধ্যেই বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। মণিপুরে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হল ১০ জঙ্গির। বুধবার চান্দেল জেলায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, সংঘর্ষস্থল থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে মণিপুর থেকে গ্রেপ্তার করা হয় ১৩ জন জঙ্গিকে। তারপর চলতি সপ্তাহেও বিরাট সাফল্য পেল সেনা।

সেনা সূত্রে খবর, ভারত এবং মায়ানমারের সীমান্তে জঙ্গিদের একটি দল ঘুরে বেড়াচ্ছে বলে খবর পাওয়ার পরেই সেখানে অভিযান চালানো হয়। ১৪ মে, বুধবার মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে হানা দেন অসম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যেরা। বেগতিক দেখে সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। তল্লাশি এবং জঙ্গিদমন এখনও চলছে বলে সেনার তরফে জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, ওই গুলির লড়াইয়ে নিকেশ করা গিয়েছে জঙ্গি দলের ১০ জন সদস্যকে। উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। বুধরার রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় বলে জানিয়েছে অসম রাইফেলস।

পহেলগামে হত্যাকাণ্ডের পর থেকেই জঙ্গিবাদ নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে দীর্ঘদিন ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষ ঘিরে অস্থির অবস্থায় রয়েছে মণিপুর। এই অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ সূত্রের খবর। সেই কারণেই মণিপুরে সক্রিয় ভূমিকা নেয় সেনা। গত সপ্তাহে মণিপুর থেকে গ্রেপ্তার করা হয় ১৩ জন জঙ্গিকে। আর এবার সেনার গুলিতে নিহত হল ১০ জঙ্গি।