• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

মণিপুরে অসম রাইফেলসের অভিযানে ধৃত ১০ কুকি জঙ্গি

‘অপারেশন সঙ্কট’ নামে চালানো বিশেষ অভিযানে ধরা পড়ল নিষিদ্ধ কুকি জঙ্গিগোষ্ঠী ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি’ (ইউকেএনএ)-র শীর্ষ নেতা সহ ১০ জন।

মণিপুরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় বাহিনী। ‘অপারেশন সঙ্কট’ নামে চালানো বিশেষ অভিযানে ধরা পড়লেন নিষিদ্ধ কুকি জঙ্গিগোষ্ঠী ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি’ (ইউকেএনএ)-র শীর্ষ নেতা সহ মোট ১০ জন জঙ্গি। অসম রাইফেলস ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে চালানো এই অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

অসম রাইফেলসের তরফে শনিবার জানানো হয়েছে, গত বুধবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান টানা তিন দিন চলেছে। এর মধ্যে প্রথম রাতে চূড়াচান্দপুর জেলার জঙ্গলে অভিযানে গ্রেপ্তার করা হয় সংগঠনের অন্যতম শীর্ষ নেতা এসএস লেফটেন্যান্ট জামখোগিন গুইতে লুফো ওরফে ‘পেপসি’-সহ ছ’জন জঙ্গিকে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযানে পশ্চিম ইম্ফল ও থৌবল জেলার দুটি জঙ্গি ঘাঁটি থেকে আরও চার ইউকেএনএ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

ধৃত নেতা পেপসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ। ২০২৪ সালের জানুয়ারিতে বিষ্ণুপুর জেলায় মেইতেই জনগোষ্ঠীর এক বাবা ও ছেলে সহ চার জনকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ন্যাশনাল অর্গানাইজেশন ও ইউনাইটেড পিপল্‌স ফ্রন্ট নামক দুই কুকি গোষ্ঠীর এক বছরের জন্য সংঘর্ষবিরতি চুক্তি হলেও, ইউকেএনএ সেই চুক্তিতে সাড়া দেয়নি। বরং তারা নিজেদের সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করে।

Advertisement

মেইতেই গোষ্ঠীর একাধিক অস্ত্রধারী সংগঠনও সেই শান্তিচুক্তির বিরোধিতা করে। ফলে, শান্তিচুক্তি থেকে বিরত থাকা সংগঠনগুলির বিরুদ্ধেই বর্তমানে তৎপর হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসন। এদিকে এই সাফল্যের পর রাজ্যের জঙ্গি দমন অভিযান আরও তীব্র হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন। পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও।

Advertisement