দিল্লি, ৪ এপ্রিল – দিল্লির আবগারি দুর্নীতির বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেফতার আরও এক জন। বিনোদ চৌহান নামে ধৃত ওই ব্যবসায়ী এই আবগারি দুর্নীতি মামলার তালিকায় ১৮তম সংযোজন। বিনোদের বিরুদ্ধে ২০২২ সালে গোয়ায় বিধানসভা ভোটের সময় আম আদমি পার্টি-র তহবিলে বেআইনি ভাবে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।