বিজেপিতে যোগ দেওয়ার পরেই ক্রমাগত কটাক্ষের শিকার হচ্ছেন জয়াপ্রদা। না কোন বিরোধী দল নয় তাকে তারই পুরনো দল সমাজবাদী পার্টি। বেশ কিছুদিন আগে তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন নেতা আজম খান। তার মন্তব্যের জবাবে বলেন সমাজবাদী পার্টির সংস্কৃতি নাকি এরকম, তারা মহিলাদের সম্মান করতে পারেন না। এবার চাঞ্চল্যকর মন্তব্য করে আজমকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেত্রী। অভিযোগ করলেন তার উপর অ্যাসিড হামলার চেষ্টা করেছিলেন আজম খান।
রামপুরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়া বলেন, রামপুরকে তিনি ভালবাসেন, কখনোই রামপুর ছেড়ে আসতে চাননি তিনি। কিন্তু সমাজবাদী পার্টি তে থাকাকালীন কাজ করা সম্ভব হতো না। আজম খানের বিরুদ্ধে সুর চড়িয়ে মন্তব্য করেন, ‘তিনি আমার উপর অ্যাসিড হামলার পরিকল্পনা করেছিলেন’, পাশাপাশি তিনি জানান শেষ সময় এমন পরিস্থিতি হয়েছিল যে আজম গোষ্ঠীর বিরুদ্ধে কিছু বললে জেলে পুরে দেয়ার হুমকি দেওয়া হতো।
Advertisement
Advertisement
Advertisement



