• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারে নামল

গত ২৪ ঘণ্টায় গােটা দেশে করােনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০০ জন। রবি এবং সােমবার দৈনিক আক্রান্ত ছিল। ২৮ এবং ২৭ হাজারের ঘরে।

প্রতিকি ছবি (Photo:SNS)

গত ২৪ ঘণ্টায় গােটা দেশে করােনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০০ জন। রবি এবং সােমবার দৈনিক আক্রান্ত ছিল। ২৮ এবং ২৭ হাজারের ঘরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে দেশে মােট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন।

মঙ্গলবার আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। দেশে ২৪ ঘণ্টায় ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরলে মারা গিয়েছেন ৯৯ জন। বাকি সব রাজ্যে মৃতের সংখ্যা ৩০-এর নীচে। পুরনাে মৃতের সংখ্যা যােগ করলে হরিয়ানায় গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১২১ জন।

Advertisement

গত কয়েকদিন ধরে দেশে সক্রিয় করােনা রােগীর সংখ্যা কমেছে। যদিও সপ্তাহখানেক আগে তা বেড়ে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ১২ হাজারেরও বেশি করােনা রােগীর সংখ্যা কমেছে। এখন দেশে মােট করােনায় সক্রিয় রােগীর সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন।

Advertisement

Advertisement