• facebook
  • twitter
Monday, 15 December, 2025

আপাতত নেই জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা

তাপমাত্রা হালকা বেশি থাকলেও আপাতত দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। কোথায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

ফাইল চিত্র

পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। এই কারণে বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রা। রবিবার কলকাতার তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বেড়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পৌষ সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

তাপমাত্রা হালকা বেশি থাকলেও আপাতত দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। কোথায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি। অন্যদিকে, রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭.১ ডিগ্রিতে। ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। দক্ষিণের এই দুই জেলাতেই রবিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১–২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তারপরের তিন দিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।

Advertisement

উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা কিছুটা অন্যরকম। সোমবার পর্যন্ত দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত। অন্যান্য জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে থাকতে পারে কুয়াশার দাপট। এ কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কুয়াশার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ৫০ মিটার পর্যন্ত দৃশ্যমানতা নেমে যেতে পারে। এই সব জেলাগুলির জন্য কুয়াশার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহওয়া দপ্তর।

Advertisement

Advertisement