প্রায় দু’মাস অতিক্রান্ত হলেও আরজি করের তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে এবং পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে টানা আন্দোলনের পথে বাংলার জুনিয়র চিকিৎসকরা। দুই দফায় কর্মবিরতির পর এবার আমরণ অনশন শুরু করেছেন তাঁরা । দিল্লি এমস-এর রেসিডেন্ট চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা নির্যাতিতার বিচারের দাবিতে অনশনরত জুনিয়রদের পাশে রয়েছেন। জুনিয়রদের এই সাহসী সিদ্ধান্তকেও কুর্নিশ জানিয়েছেন তাঁরা ।