• facebook
  • twitter
Monday, 15 December, 2025

কৃষ্ণনগরের শিল্পীর হাতে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আবক্ষ মূর্তি যাচ্ছে বাংলাদেশে

নিজের সন্তানদের বাংলাদেশের স্রষ্টা তথা জাতির পিতাকে চেনাতেই এই আবক্ষ মূর্তি তিনি নিজের বাড়িতে স্থাপন করবেন ৷ নিজের সোশাল মিডিয়া পেজে সেকথা জানিয়েছেন নিঝুম ৷

কৃষ্ণনগরের শিল্পী রানা মল্লিকের হাতে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি ৷

বাংলাদেশে ‘কোটা’ বিরোধী আন্দোলনের সময় দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর অস্তিত্ব মুছে দিতে চেয়েছিলেন আন্দোলনকারীদের একাংশ৷ সেজন্য সেদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একের পর বিশালাকার মূর্তি ভেঙে দিয়েছিলেন তাঁরা ৷ অথচ এপার বাংলায় তৈরি বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি সেই বাংলাদেশেই একটি বাড়িতে স্থান পেতে চলেছে ৷

ওপার বাংলার এক নাগরিক নিঝুম মজুমদার এই মূর্তির বায়না দিয়েছেন ৷ নিজের সন্তানদের বাংলাদেশের স্রষ্টা তথা জাতির পিতাকে চেনাতেই এই আবক্ষ মূর্তি তিনি নিজের বাড়িতে স্থাপন করবেন ৷ নিজের সোশাল মিডিয়া পেজে সেকথা জানিয়েছেন নিঝুম ৷

Advertisement

এই মূর্তি তৈরির কাজ করছেন নদিয়ার কৃষ্ণনগরের ভাস্কর রানা মল্লিক। সেই কাজ প্রায় শেষের পথে। রানার স্টুডিয়োতেই এখন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আবক্ষ মূর্তি ৷ আগামী তিন-চারদিনের মধ্যে সেটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়ে যাবে।

Advertisement

Advertisement