বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত বাঙালি শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে এই প্রকল্পের কাজ শুরু করেছে শ্রম দপ্তর। তবে শ্রমশ্রী পোর্টালের কাজ চালু হতে এখনও দুই–একদিন সময় লাগবে। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, শ্রমশ্রী পোর্টাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের সেই পোর্টালে অন্তর্ভুক্তির কাজ শুরু করা হবে। তার আগে যাঁরা ইতিমধ্যেই বিজেপিশাসিত রাজ্য থেকে এ রাজ্যে চলে এসেছেন তাঁদের অফলাইনে প্রকল্পের অধীনে আনার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলায় জেলায় শিবির করে এই কাজ শুরু করেছেন শ্রম দপ্তরের আধিকারিকরা।
মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের মতো জেলায় একাধিক শিবিরের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করেছে শ্রম দপ্তর। পরিবর্তী সময়ে বাকি জেলাগুলিতেও এই প্রকল্পের কাজ শুরু হবে। তারপর কীভাবে পরিযায়ী শ্রমিকরা এই প্রকল্পের অধীনে টাকা পাবেন তার প্রাথমিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। জেলায় জেলায় চলবে প্রচারের কাজ। বিজেপিশাসিত রাজ্যগুলি থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। এই পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম দিল্লিতে রয়েছে। তিনি কলকাতায় ফিরলে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি বড় কর্মসূচি করবে শ্রম দপ্তর। সেই কর্মসূচির মাধ্যমে প্রকল্পের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবেন পরিযায়ী শ্রমিকরা।
Advertisement
উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলায় হেনস্থা ও অত্যাচারের শিকার হতে হচ্ছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। ভয়ে ও আতঙ্কে বহু শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা রাজ্যে ফিরে এসেছেন। অনেক শ্রমিককে আবার আটকে রাখারও অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের মদতে বহু শ্রমিককে ফিরিয়ে আনা সম্ভব হলেও অনেকে আবার এখনও রাজ্যে ফিরতে পারেননি। এই আবহে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় ভিন রাজ্য থেকে কাজ ছেড়ে বাংলায় ফেরা প্রত্যেক শ্রমিককে প্রথমে এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড দেওয়া হবে। এই কার্ড থাকলেই পেতে পারেন প্রকল্পের সুবিধা। যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে তাঁরা কোনও নতুন কাজ না পাচ্ছেন ততদিন (সর্বাধিক এক বছর) মাসে ৫ হাজার টাকা করে পাবেন। অর্থাৎ কাজ না পেলে টানা ১২ মাস ৫ হাজার টাকা করে পাবেন পরিযায়ী শ্রমিকরা।
Advertisement
এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড/ ভোটার কার্ড, শ্রমিক হিসেবে কাজ করার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র লাগবে। ইতিমধ্যেই যে শ্রমিকরা রাজ্যের উদ্যোগে ফিরেছেন তাঁরা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে নাম নথিভুক্ত করছেন। উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন ও আর্থিক সুরক্ষার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।
Advertisement



