• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত ফুটবলার

৬২'র এশিয়ান গেমসে সােনাজয়ী দলের প্রাক্তন ভারতীয় ফুটবলার ফরুন্তো ফ্রাঙ্কো। অল ইন্ডিয়া ফেডারেশনের পক্ষ থেকে এই খবর সােমবার জানানাে হয়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

সােমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৬২’র এশিয়ান গেমসে সােনাজয়ী দলের প্রাক্তন ভারতীয় ফুটবলার ফরুন্তো ফ্রাঙ্কো। অল ইন্ডিয়া ফেডারেশনের পক্ষ থেকে এই খবর সােমবার জানানাে হয়।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। এআইএফএফয়ের থেকে ফ্রাঙ্কোর স্ত্রী, ছেলে এবং মেয়েকে সমবেদনা জানানাে হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement