আরজি কর কাণ্ডে যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হচ্ছে, ঠিক সেই সময়েই বর্ধমান হাসপাতালে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। এক কর্তব্যরত নার্সকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জমা পড়লো। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। মঙ্গলবারও ওই ঘটনার রেশ কাটেনি। নার্সের অভিযোগ, রোগীর আত্মীয় পরিচয় দিয়ে তিন ব্যক্তি মত্ত অবস্থায় ঢুকে ভাঙ্গচুর চালায় হাসপাতালে। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তবে পুলিশকে খবর দেওয়া হলে রাতেই এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে সোমবার রাতে তিন জন ব্যক্তি এসে দাবি করে যে তারা এক রোগীর আত্মীয়। ওই রোগীর নাম ভুল লেখা হয়েছে বলে এক কর্তব্যরত নার্সের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এই সময় ওই তিন ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। তারা টেবিলে রাখা জিনিসপত্র ভাঙ্গচুড় চালায় বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাসপাতালের মানসিক বিভাগে। ওই নার্সকে মারতে যাওয়া হয় বলে অভিযোগ। পুলিশ এসে ঘটনা সামাল দিলেও আবারও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেছেন,ওই ওয়ার্ডে যথেষ্ট নিরাপত্তার ঘেরাটোপ থাকে, সেজন্যই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



