• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সম্প্রতি আসতে চলেছে যুবরাজ সিংয়ের বায়োপিক!

কলকাতা:- এতদিন শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে ছবি হতে চলেছে। সূত্রের খবর, এবার তার মধ্যেই জানা গেল আরও এক তথ্য। আমির খান নাকি প্রাক্তন ভারতীয় খেলোয়াড় যুবরাজ সিংয়ের আত্মজীবনীর স্বত্ব কিনে নিয়েছেন। সূত্রের খবর, ফিল্মফেয়ারের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে আমির খান যুবরাজ সিংয়ের আত্মজীবনীর স্বত্ব কিনে নিয়েছেন। ফলে আগামীতে যে তাঁর জীবন থেকে

কলকাতা:- এতদিন শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে ছবি হতে চলেছে। সূত্রের খবর, এবার তার মধ্যেই জানা গেল আরও এক তথ্য। আমির খান নাকি প্রাক্তন ভারতীয় খেলোয়াড় যুবরাজ সিংয়ের আত্মজীবনীর স্বত্ব কিনে নিয়েছেন। সূত্রের খবর, ফিল্মফেয়ারের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে আমির খান যুবরাজ সিংয়ের আত্মজীবনীর স্বত্ব কিনে নিয়েছেন। ফলে আগামীতে যে তাঁর জীবন থেকে খেলার জগতে তাঁর উত্থান সবটা নিয়েই একটি ছবি হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, জানা গিয়েছে, এবার তাই মনে করা হচ্ছে আমির খান তাঁর জীবনের এই জানা এবং একই সঙ্গে অজানা গল্পগুলো পর্দায় তুলে ধরতে চলেছেন। আমির খান বরাবরই ছক ভাঙা, একটু অন্য ধরনের ছবি করে থাকেন। যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে এই কথা জানার পর যে তাঁর ভক্তদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে। কিন্তু এই খবর সত্যি হলে এটাই এখন দেখার বিষয় যুবরাজের জীবনীকে কতটা আমির পর্দায় ফুটিয়ে তুলতে পারেন। উল্লেখ্য, আমির খানকে শেষবার লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। করিনা কাপুরকে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে। বক্স অফিসে এই ছবির ফ্লপ হওয়ার পর থেকে তিনি আপাতত সাময়িক বিরতি নিয়েছেন। তবে প্রযোজনার কাজ সহ অন্যান্য কাজ করছেন তিনি।

Advertisement

Advertisement