দীপাবলির আগে ডিএ নিয়ে বড় ঘোষণা যোগী সরকারের!

Written by SNS November 8, 2023 10:43 am

উত্তরপ্রদেশ:- দীপাবলির আগেই বড় ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, তিনি ঘোষণা করেছেন সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়নো হবে। দীপাবলির আগে নিঃসন্দেহে সরকারি কর্মীদের কাছে এটি বড় খবর। সরকারি কর্মীদের সকলেই অর্থাৎ দফতরের আধিকারীক থেকে শুরু করে শিক্ষক, পেনশন প্রাপক সকলেই পাবেন এই বর্ধিত ডিএ। জানা গিয়েছে, শুধু তাই নয়, নন গ্যাজেটেড অফিসাররা বোনাসও পাবেন। ৭০০০ টাকা পর্যন্ত বোনাস দেওয়া হবে তাঁদের। সূত্রের খবর, জানা গিয়েছে ডিএ-বোনাস এবং এরিয়ার সহ এবার উত্তরপ্রদেশের সরকারি কর্মীরা দীপাবলির আগে বড় টাকা পেতে চলেছেন। সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ, এরিয়ার এবং বোনাস সব মিলিয়ে সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ২,০৯১ কোটি টাকা খরচ হবে। এছাড়া পেনশন গ্রাহকদের বর্ধিত হারে ডিএ দিতে যোগী সরকারকে অতিরিক্ত ৩১৪ কোটি টাকা দিতে হবে। সূত্রের খবর, যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। সরকারি কর্মীরা এবার থেকে তাঁদের বেসিক বেতনের ৪৬ শতাংশ হারে পেনশন পাবে। সরকারি কর্মীদের পাশাপাশি আবার পেনশন গ্রাহকরাও খুশি হয়েছেন।