রাজ্যের স্কুলগুলিকে অডিটের নির্দেশ দিয়েছেন যোগী সরকার।

Written by SNS September 16, 2023 12:00 pm

উত্তরপ্রদেশ:- রাজ্যের স্কুলগুলিকে অডিটের নির্দেশ দিয়েছেন যোগী সরকার। সূত্রের খবর, রাজ্যের প্রায় দেড় লক্ষ স্কুলের পরিকাঠামো কী রয়েছে, স্কুল বাড়ির অবস্থা কেমন সেসব তথ্য জানতেই এই অডিট। অডিট রিপোর্টের পুরো তথ্য রাজ্যের শিক্ষা দফতর খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে জমা দেবে। জানা গিয়েছে, শুধু স্কুল বাড়ি নয় স্কুলের প্রত্যেকটি ঘরের অবস্থা কেমন, স্কুলের মাঠের অবস্থা কেমন, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন সবটাই খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সূত্রের খবর, দফতরের ডিজি বিজয় কিরন জানিয়েছেন, আসলে রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো গত পরিস্থিতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নির্দেশ দিয়েছেন। সেই অডিট রিপোর্ট খতিয়ে দেখার পর স্কুলগুলিকে রেটিং দেওয়া হবে। স্কুলের বাউন্ডারি ওয়াল রয়েছে কিনা, স্কুলের সিঁড়ি, শৌচাগার, ইলেকট্রিক ওয়্যািরং, বন্যানিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে কি না তার উপর ভিত্তি করেই এই রেটিং দেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর ১৩,৬৯৮টি স্কুলের পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই স্কুলের বিল্ডিং অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। ৭১০০ স্কুল বাড়ি ভাঙার কাজ চলছে তার মধ্যে। একাধিক স্কুল বাড়িতে ফাটল এবং ড্যাম্প চিহ্নিত করা হয়েছে। একাধিক স্কুলবাড়ির পিলারগুলি নড়বড়ে হয়ে গিয়েছে। সেকারণেই স্কুলগুলির উন্নয়নে জোর দিয়েছেন যোগী আদিত্যনাথ। শিক্ষার উন্নয়নের পাশাপাশি স্কুল বাড়ির উন্নয়নেও জোর দিয়েছেন তিনি। কয়েকদিন আগেই শিক্ষক দিবসে তিনি রাজ্যের প্রায় ১ লক্ষ স্কুলে ট্যাব দিয়েছেন। রাজ্যের শিক্ষার উন্নয়নের পাশাপাশি এবার স্কুল গুলির উন্নয়নেও উদ্যোগী হয়েছেন যোগী আদিত্যনাথ।