পরিযায়ী শ্রমিকদের বাইরে না কাজ করতে যাওয়ার বার্তা দিলেন যোগী আদিত্যনাথ।

Written by SNS October 18, 2023 10:26 am

উত্তরপ্রদেশ:- উত্তর প্রদেশ থেকে হাজারে হাজারে যুবকরা বাইরের রাজ্যে কাজ করতে যান। কিন্ত এবার রাজ্যের উন্নয়নেই রাজ্যে থেকে কাজ করবেন যুবকরা। পরিযায়ী শ্রমিকদের এমনই বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, গোরক্ষপুরে ১১৪ কোটি টাকার ডেয়ারি শিল্পের শিলান্যাস করে এমনই বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। এতোদিন উত্তর প্রদেশে কর্মসংস্থান ছিল না। উত্তরপ্রদেশ থেকে কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিতেন যুবকরা। রাজ্যের এই পরিস্থিতির উন্নয়ন ঘটানোর মরিয়া প্রচেষ্টা চালিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে একাধিক বাণিজ্য সম্মেলন করেছেন তিনি। তাতে বিপুল বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে চাইছেন। সেই লক্ষ্যে রাজ্যের একাধিক পরিকাঠামো গত উন্নয়ন করেছেন তিনি। সড়ক পরিবহণে আমুল পরিবর্তন এনেছেন। বাস পরিষেবা বাড়ানো হয়েছে। রাজধানী লখনউয়ের সঙ্গে বিভিন্ন জেলা সদর শহরের যোগাযোগ বাড়ানো হয়েছে। সেকারণে রাজ্যের যুবকদের বার্তা দিয়েছেন তিনি। আর বাইরের রাজ্যে যেতে হবে না বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের যুবকদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কাজেই আর দূরে যেতে হবে না। প্রশিক্ষণ নিয়ে তাঁরা রাজ্যেই কাজ করতে পারবেন বলে জানানো হয়েছে।