ইজরায়েলকে নিশানা ইয়েমেনের হাউথি গোষ্ঠীর, লেবাননের হিজবুল্লা , হুমকি ইরানেরও

Written by SNS December 7, 2023 7:39 pm
  তেল আভিভ, ৭ ডিসেম্বর- ইজরায়েলের উপর আক্রমণ। ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইয়েমেনের সশস্ত্র হাউথি গোষ্ঠী। অন্যদিকে, লেবাননের হিজবোল্লাও আক্রমণাত্মক। অন্যদিকে হুঙ্কার দিচ্ছে ইরানও। ফলে ইজরায়েলের সামনে একাধিক দিক থেকে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা যায়, ইজরায়েলের ভূখণ্ডকে নিশানা করে বেশ কয়েকটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে হাউথিরা। তবে আছড়ে পড়ার আগেই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে দিয়েছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ‘অ্যারো’ বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এর আগেও বহুবার হাউথিদের হামলার ছক বানচাল হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস ।

টাইমস অফ ইজরায়েলের খবর অনুযায়ী, দক্ষিণ ইজরায়েলের ইলাত শহর লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে হাউথিরা। যদিও ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জানিয়েছে, ইজরায়েলের আকাশ সীমায় মিসাইলগুলো প্রবেশ করতে পারেনি। তার আগেই সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয় । এক বিবৃতিতে আইডিএফের তরফে জানানো হয়, ‘ইজরায়েলে হাউথিরা নিশানায় আঘাত হানতে পারেনি। সাধারণ মানুষদেরও কোনও ক্ষতি হয়নি।’ এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরানের মদতপুষ্ট এই সন্ত্রাসবাদী গোষ্ঠী।