দিল্লি, ৯ নভেম্বর – সংসদের শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা করল কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত শীতকালীন অধিবেশন চলবে। নতুন সংসদ ভবনে এই প্রথমবার পূর্ণাঙ্গ অধিবেশন বসবে। সেপ্টেম্বর মাসে ভবন উদ্বোধনের সময়ে বিশেষ অধিবেশন ডেকেছিল কেন্দ্র। সেই সময়ে ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ হয়।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে এই অধিবেশনে আলোচনা হতে পারে বলে অনুমান। তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান পেনাল কোড বিলুপ্ত হওয়ার বিষয়টিও। একই সঙ্গে বিলুপ্ত হতে চলেছে কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর বা সিআরপিসি, এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এই তিন ব্রিটিশ আমলের আইনের পরিবর্তে তিনটি নতুন আইন আনার লক্ষ্যে তিনটি বিল এনেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নিয়েই আলোচনা হতে পারে আগামী অধিবেশনে।
Advertisement
Advertisement
Advertisement



