• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এটিএমে টাকা লুঠের সময় যন্ত্রে আগুন, পুড়ে ছাই নোটের বান্ডিল

বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর – এটিএমের টাকা লুঠ করার সময় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল যন্ত্রের ভিতরে থাকা থরে থরে সাজানো নোটের বান্ডিল। পুলিশ সূত্রে খবর, অত্যাধুনিক গ্যাসকাটার নিয়ে নেলামঙ্গলা শহরের এক এটিএমে বৃহস্পতিবার টাকা লুঠ করতে যায় দুষ্কৃতীরা। এরপরই  সেই যন্ত্র থেকে এটিএমে আগুন ধরে যায়। ফলে এটিএমের ভিতরে থাকা বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোটেও আগুন

বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর – এটিএমের টাকা লুঠ করার সময় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল যন্ত্রের ভিতরে থাকা থরে থরে সাজানো নোটের বান্ডিল। পুলিশ সূত্রে খবর, অত্যাধুনিক গ্যাসকাটার নিয়ে নেলামঙ্গলা শহরের এক এটিএমে বৃহস্পতিবার টাকা লুঠ করতে যায় দুষ্কৃতীরা। এরপরই  সেই যন্ত্র থেকে এটিএমে আগুন ধরে যায়। ফলে এটিএমের ভিতরে থাকা বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোটেও আগুন ধরে যায়।

পুলিশ সূত্রে খবর, যে ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা চলছিল, তার মূল দফতর মুম্বাইয়ে। এটিএম ভাঙার ভিডিয়ো সিসি ক্যামেরায় ধরা পড়লে মুম্বাইয়ের  অফিস থেকে ওই এটিএম যে বাড়িতে বসানো ছিল, সেই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। বাড়ির মালিক ঘটনাস্থলে পৌঁছলে ওই দুই দুষ্কৃতী  তাদের যন্ত্রপাতি ফেলে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় দু’জনের ছবিই ধরা পড়ে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ।

Advertisement

Advertisement