বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর – এটিএমের টাকা লুঠ করার সময় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল যন্ত্রের ভিতরে থাকা থরে থরে সাজানো নোটের বান্ডিল। পুলিশ সূত্রে খবর, অত্যাধুনিক গ্যাসকাটার নিয়ে নেলামঙ্গলা শহরের এক এটিএমে বৃহস্পতিবার টাকা লুঠ করতে যায় দুষ্কৃতীরা। এরপরই সেই যন্ত্র থেকে এটিএমে আগুন ধরে যায়। ফলে এটিএমের ভিতরে থাকা বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোটেও আগুন ধরে যায়।
Advertisement
Advertisement



