কলকাতা, ২৮ আগস্ট — ২০২৩ সালের এপ্রিল-মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। যে কারণে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে জেলাগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে বলা হয়েছে। তা শেষ হওয়ার পর খতিয়ে দেখার কাজ শুরু হবে। নিয়ম রয়েছে, আসন পুনর্বিন্যাসের ৭৫ দিন এবং সংরক্ষণের ৯০ দিন পর ভোট করা যেতে পারে। সুতরাং গোটা প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর হবে। চলতি বছর ডিসেম্বরে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোট হতে পারে জানুয়ারি–ফেব্রুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। আসন বিন্যাস, সংরক্ষণ সংক্রান্ত কাজ চলছে। সেপ্টেম্বর নাগাদ তা শেষ হবে। তারপর কমিশন বিজ্ঞপ্তি দেবে।
সূত্রের খবর, পুজোর পর থেকেই রাজ্য সরকার পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে উঠেপড়ে লাগবে। ভোট এগিয়ে আনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পুজোর এক মাস আগেই আসন সংরক্ষণের কাজ রাজ্য সরকার শেষ করতে চায়। উল্লেখ্য, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩ হাজার ৩৪৩টি। আসন সংখ্যা ৬১ হাজার ৩৯৬।
Advertisement
Advertisement
Advertisement



