জেলায় জেলায় সতর্কতা জারি ,আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

Written by SNS August 27, 2022 2:13 pm

কলকাতা,২৭আগস্ট — শনিবার ও রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে । আলিপুর আবহওয়া দপ্তর  জানিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলের জেলাগুলিতেও তুমুল বৃষ্টি হতে পারে।আজ সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ থাকলেও চাপা গরম থেকে মানুষের স্বস্তি নেই.

 পাহাড়ি জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে মুষলধারে বৃষ্টি হতে পারে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে।