• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেশলাই কাঠির ২ সেন্টিমিটারের দূর্গা বানিয়ে রেকর্ড বিশ্বনাথের 

কলকাতা,২৫ অক্টোবর — বিশ্বনাথ পোদ্দার কলকাতার টালিগঞ্জ এলাকার বাসিন্দা, ছোটোবেলা থেকেই আঁকার প্রতি তার যথেষ্ট ভালোবাসা ছিল। সেই আঁকার টান কখন যেন অন্য এক নেশায় পরিণত হল। নানান সময়ে দেশলাই কাঠি, পাতার মাধ্যমে নানারকম শিল্পকলা ফুটিয়ে তোলার চেষ্টা করতে শুরু করল বিশ্বনাথ। এর আগেও দেশলাই কাঠির সাহায্যে রিক্সা, সাইকেল, হেলিকপ্টার, প্রজাপতি, দূর্গা মূর্তি এমন নানান জিনিস

কলকাতা,২৫ অক্টোবর — বিশ্বনাথ পোদ্দার কলকাতার টালিগঞ্জ এলাকার বাসিন্দা, ছোটোবেলা থেকেই আঁকার প্রতি তার যথেষ্ট ভালোবাসা ছিল। সেই আঁকার টান কখন যেন অন্য এক নেশায় পরিণত হল। নানান সময়ে দেশলাই কাঠি, পাতার মাধ্যমে নানারকম শিল্পকলা ফুটিয়ে তোলার চেষ্টা করতে শুরু করল বিশ্বনাথ। এর আগেও দেশলাই কাঠির সাহায্যে রিক্সা, সাইকেল, হেলিকপ্টার, প্রজাপতি, দূর্গা মূর্তি এমন নানান জিনিস তৈরি করেছে। ঠিক একইভাবে এইবার একটি কালী ঠাকুরের মূর্তি বানিয়ে তাকে লাগিয়ে দিল বিশ্বনাথ।

Advertisement

 একটি দেশলাই কাঠির সাহায্যে সবচেয়ে ছোটো মাত্র 2 সেন্টিমিটারের দূর্গা মূর্তি তৈরি করার জন্য বিশ্বনাথে নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ উঠেছে। 
তবে এইরকম ধরনের কাজ জন্য তার আগাম কোন পেশাগত শিক্ষা কোনোদিনই কারোর কাছ থেকে নেওয়া নেই। লকডাউনের সময় বাড়িতে বসে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এমন সব জিনিস তৈরি করা শুরু করেছে বিশ্বনাথ। 

Advertisement

Advertisement